প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 January 2026, 11:19 ইং
এনইআইআর চালুর প্রতিবাদে দেশজুড়ে অনির্দিষ্টকালের মোবাইল দোকান ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদে এবং মোবাইল আমদানিতে কর হার কমানোসহ একাধিক দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ব্যবসা-সংক্রান্ত সব দোকান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) এই কর্মসূচির ডাক দিয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।
ব্যবসায়ীদের প্রধান দাবিগুলো মোবাইল ব্যবসায়ীদের অভিযোগ, আমদানির ক্ষেত্রে বিটিআরসি নির্ধারিত বিভিন্ন এনওসি (মাদার কোম্পানি, লোকাল ও ইন্ডাস্ট্রিয়াল) প্রক্রিয়া অত্যন্ত জটিল। তাদের দাবি, এই প্রক্রিয়া সহজ করতে হবে এবং মোবাইল আমদানিতে মোট করহার সর্বোচ্চ ১০ শতাংশে নামিয়ে আনতে হবে। বর্তমানে শুল্ক কিছুটা কমিয়ে ৪৩ শতাংশ করা হলেও ব্যবসায়ীরা একে ‘অত্যধিক’ বলে অভিহিত করেছেন। এছাড়া ব্যবহৃত (ইউজড) মোবাইল আমদানির জন্য আলাদা নীতিমালা প্রণয়নের দাবিও জানানো হয়েছে।
প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ শামীম মোল্লা বলেন, বিটিআরসি চেয়ারম্যান কর সংক্রান্ত সমস্যা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এনইআইআর চালু না করার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করা হয়নি। গতকাল বৃহস্পতিবার হঠাৎ করেই এই প্রযুক্তি কার্যকর করা হয়। এতে অনেক গ্রাহকের মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং জনমনে ক্ষোভ সৃষ্টি হয়।
সংঘর্ষ ও আটকের প্রতিবাদ ব্যবসায়ীদের দাবি, গতকাল বিটিআরসি ভবনের সামনে আলোচনার চেষ্টা করতে গেলে একদল লোক ভাঙচুর শুরু করে। ওই ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৪৬ জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিও তাদের এই কর্মসূচির অংশ।
চলবে ধর্মঘট এমবিসিবি’র পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, শুল্ক কমানো, এনওসি সহজীকরণ এবং আটককৃতদের মুক্তি না দেওয়া পর্যন্ত দেশের কোনো মোবাইল শোরুম বা দোকান খোলা হবে না। পরবর্তী কর্মসূচি পরিস্থিতির ওপর নির্ভর করে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে দেশে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট বন্ধে আনুষ্ঠানিকভাবে এনইআইআর ব্যবস্থা চালু করেছে সরকার। এর ফলে অনুমোদিত আইএমইআই নম্বর ছাড়া কোনো ফোন দেশের নেটওয়ার্কে কাজ করবে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ