প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 02 January 2026, 11:51 ইং
বিদায়েও বিশ্ববরেণ্য: খালেদা জিয়ার জানাজায় বিদেশি মন্ত্রী ও কূটনীতিকদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠান কেবল জাতীয় শোক নয়, বরং আন্তর্জাতিক শোকের আবহে পরিণত হয়েছে। আজ বুধবার বিকেল ৩টা ৩ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপদস্থ মন্ত্রী, প্রতিনিধি ও কূটনীতিকরা।
বিদেশি মন্ত্রীদের অংশগ্রহণ ও শোকবার্তা: জানাজা শেষে বিদেশি মন্ত্রী ও প্রতিনিধিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা নিজ নিজ দেশের সরকারপ্রধানদের পাঠানো আনুষ্ঠানিক শোকবার্তা তারেক রহমানের হাতে হস্তান্তর করেন এবং বেগম জিয়ার বিদায়ে গভীর সমবেদনা জানান।
উপস্থিত বিদেশি প্রতিনিধিদের মধ্যে ছিলেন— ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।
জানাজায় মুসলিম বিশ্বের কূটনীতিকদের পাশাপাশি অংশ নেন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একেতেরিনা সেমনোভা, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
এছাড়াও শ্রদ্ধা জানান সিঙ্গাপুরের হাইকমিশনার মিশেল লি, ফিলিস্তিনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিয়াদ এম হামাদ, লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মোতালিব এস এম সোলায়মান, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রিলে, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিনহি ব্যাক, কানাডার হাইকমিশনার অজিত সিং এবং ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভেশি।
বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে জানাজা শুরু হয়। মাত্র দুই মিনিটের এই সংক্ষিপ্ত জানাজা শেষে দেশনেত্রীর বিদায়ে এক হাহাকারপূর্ণ পরিবেশ তৈরি হয়। জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।
জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ ভবনে বিদেশি প্রতিনিধিরা তারেক রহমানের সঙ্গে আলাপকালে বেগম খালেদা জিয়াকে একজন মহান নেত্রী হিসেবে অভিহিত করেন। তারা বাংলাদেশের রাজনীতিতে তাঁর অবদান এবং দৃঢ় মানসিকতার প্রশংসা করেন।
এর আগে গতকাল মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও আজ বুধবার সাধারণ ছুটি পালন করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ