প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 02 January 2026, 11:51 ইং
লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়: স্বামী জিয়াউর রহমানের পাশেই চিরনিদ্রায় বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করে চিরবিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার বিকেল ৩টা ৩ মিনিটে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের অংশগ্রহণে তার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় মানুষের ঢল এতটাই ব্যাপক ছিল যে তা সংসদ ভবন এলাকা ছাড়িয়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়।
জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক। রাষ্ট্রীয় সম্মান ও শেষ বিদায়ে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং দেশের বিশিষ্ট নাগরিকরা এই বিদায় অনুষ্ঠানে অংশ নেন।
সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর প্রিয় নেত্রীকে হারানোর হাহাকারে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। জানাজার আগে প্রিয় নেত্রীর মরদেহ একনজর দেখতে আসা মানুষের চোখে-মুখে ছিল গভীর শোকের ছায়া।
গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ‘আপসহীন’ নেত্রী। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালিত হচ্ছে। জানাজা শেষে রাজধানীর শেরেবাংলা নগরে স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিএনপি তাদের প্রাণপ্রিয় নেত্রীর মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি পালন করছে। দলীয় কার্যালয়গুলোতে দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিলের মাধ্যমে তারা তাদের নেত্রীকে স্মরণ করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ