প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 02 January 2026, 11:51 ইং
যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭দশমিক ৮ ডিগ্রি, বিপাকে শ্রমজীবি মানুষ

যশোর প্রতিনিধি :
যশোরে শীতে বিপর্যস্ত জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে বেশি বিপাকে রয়েছে খেটে খাওয়া শ্রমজীবি ও ছিন্নমূল মানুষ। জবুথবু হয়ে পড়েছেন সাধারণ মানুষসহ প্রাণিকুল।
যশোর বিমান বাহিনীর আবহাওয়া দপ্তর জানিয়েছে, যশোরে আজকের তাপমাত্রা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসে আদ্রতা ৯৭ ভাগ। কুয়াশার দৃষ্টিসীমা ছিলো ৫০ মিটার।
উত্তরের হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এ অবস্থায় বেশি বিপাকে রয়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। শীতের প্রভাবে শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটও নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে খুলছে।
এদিকে শিশু ও বৃদ্ধরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। এই সময়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ