প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 31 December 2025, 11:40 ইং
অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু, চালকসহ ট্রাক আটক

অভয়নগর প্রতিনিধি ঃ
যশোরের অভয়নগরে কয়লাবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সালাম মোড়ল (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের শাহীনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাম মোড়ল শংকরপাশা গ্রামের মৃত হারুন মোড়লের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শংকরপাশা শাহীনপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির কয়লাবোঝাই একটি ট্রাক (চট্রগ্রাম মেট্রো- শ-১১-৩৬৮৬) সালাম মোড়লকে চাপা দেয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল থেকে বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালকসহ ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ