প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 31 December 2025, 11:40 ইং
বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক

নিজস্ব প্রতিবেদক :
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন প্রতীক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বেগম জিয়াকে জাতির ‘মহান অভিভাবক’ হিসেবে অভিহিত করেন।
ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শোকবার্তায় প্রফেসর ইউনূস বলেন, “বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার দীর্ঘ সংগ্রাম এবং জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা বিবেচনায় নিয়ে সরকার তাকে চলতি মাসে ‘রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছিল।”
গণতন্ত্রের অগ্রযাত্রায় অনবদ্য ভূমিকা প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে আশির দশকে স্বৈরশাসনবিরোধী আন্দোলনে বেগম জিয়ার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, ১৯৮২ সালে গৃহবধূ থেকে রাজনীতিতে এসে বেগম জিয়া ৯ বছরের এরশাদবিরোধী আন্দোলনে প্রধান ভূমিকা পালন করেছিলেন। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে দেশের অর্থনীতির শক্ত ভিত্তি স্থাপন করেন। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে তাঁর নেওয়া অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি কর্মসূচিকে একটি ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করেন ড. ইউনূস।
সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক বিগত ফ্যাসিবাদী শাসনামলে বেগম জিয়ার ত্যাগের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, “শেখ হাসিনার শাসনামলে তিনি ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় দীর্ঘ কারাবাস সত্ত্বেও তিনি আপসহীন থেকে জাতিকে অনুপ্রাণিত করেছেন।”
ব্যক্তিগত সাফল্যের অনন্য রেকর্ড প্রফেসর ইউনূস বিশেষভাবে উল্লেখ করেন যে, রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া অভূতপূর্বভাবে সফল ছিলেন। তিনি কখনোই কোনো নির্বাচনে পরাজিত হননি এবং একাধারে একাধিক আসন থেকে নির্বাচিত হয়ে জনভিত্তির প্রমাণ দিয়েছেন।
দেশবাসীর প্রতি আহ্বান শোকবার্তার শেষাংশে প্রধান উপদেষ্টা মরহুমার শোকসন্তপ্ত পরিবার ও বিএনপি নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। জাতির এই অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি যার যার অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া করার অনুরোধ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ