প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 31 December 2025, 11:40 ইং
তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা: অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত এই শোক পালন করা হবে। শোকের প্রথম দিন অর্থাৎ বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৫ হতে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এই তিনদিন বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সরকারের শোকবার্তা মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রী’ হিসেবে অভিহিত করা হয়েছে। এতে বলা হয়, সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত।
বিশেষ দোয়া ও প্রার্থনা আগামী শুক্রবার (২ জানুয়ারি) বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একইসঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ