প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 31 December 2025, 11:40 ইং
শহীদ হাদি স্মরণে আজ ইনকিলাব মঞ্চের অনলাইন কর্মসূচি ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’

নিজস্ব প্রতিবেদক :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। পরবর্তী পদক্ষেপ হিসেবে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী দেশজুড়ে অনলাইনে ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ (Saluting Our Cultural Hero) কর্মসূচি পালন করা হচ্ছে।
সোমবার রাতে রাজধানীর শাহবাগে চলমান অবরোধ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে এই নতুন কর্মসূচির কথা জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
অনলাইন বিপ্লবের ডাক আব্দুল্লাহ আল জাবের বলেন, “শহীদ হাদি আমাদের সাংস্কৃতিক আইকন। তাকে যথাযথ স্বীকৃতি দেওয়ার জন্য আমরা মঙ্গলবার দিনব্যাপী অনলাইন প্রচারণার ডাক দিয়েছি। আমরা বিনীত অনুরোধ করছি—আপনারা নিজেরা, আপনাদের সন্তানরা এবং যতগুলো মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, সবাই এই কালচারাল হিরোর জীবন, কর্ম, চিন্তা ও বক্তব্য নিয়ে ডকুমেন্টারি, ভিডিওগ্রাফি, আবৃত্তি ও সব ধরনের ডিজিটাল কনটেন্ট তৈরি করে প্রচার করুন। আমরা চাই পুরো সোশ্যাল মিডিয়া ও মূলধারার গণমাধ্যম জুড়ে কাল শহীদ হাদির নাম উচ্চারিত হোক।”
সাংস্কৃতিক জাগরণ ও দিল্লির তাবেদারি সাংস্কৃতিক আধিপত্যের সমালোচনা করে জাবের বলেন, “বাংলাদেশের সংস্কৃতিকে যারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে, তারা হাদিকে আইকন হিসেবে স্বীকৃতি দিতে ভয় পায়। কারণ তাদের সংস্কৃতির সঙ্গে দিল্লির তাবেদারি জড়িয়ে আছে। সেই গোলামি ছুঁড়ে ফেলে বাংলাদেশের যে নতুন সাংস্কৃতিক জাগরণ শুরু হয়েছে, তার অগ্রদূত শহীদ হাদি।”
নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও প্রশাসনের ভূমিকা কর্মসূচি চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সদস্য সচিব। তিনি অভিযোগ করেন, “অবরোধ চলাকালীন আশপাশে অস্ত্রধারীরা ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রশাসনকে ছবিসহ তথ্য দিয়েছি, তবুও তারা ব্যবস্থা নিচ্ছে না। এতে মনে হয় প্রশাসনের একটি অংশ এই অপরাধের সঙ্গে জড়িত এবং তারা চায় আমরাও হত্যার শিকার হই। কিন্তু শহীদের রক্ত দিয়ে ইনসাফের লড়াই থামানো যাবে না।”
লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা শাহবাগের অবরোধ আপাতত তুলে নিলেও লড়াই জারি রাখার হুঁশিয়ারি দিয়ে জাবের বলেন, “আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য বসিনি। একজন চলে গেলে আরেকজন দাঁড়িয়ে যাবে। অন্তরে ভয় ঢুকে গেলে আজাদি আসবে না। শহীদ হাদি এই লড়াইয়ের যে ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন, তা আমৃত্যু চলবে।”
অনলাইন প্রচারণার এই কর্মসূচি শেষে পরবর্তী মাঠপর্যায়ের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ