প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 30 December 2025, 02:38 ইং
শার্শায় বিক্ষুব্ধ জনতার ঢলে কাঁদলেন ও কাঁদালেন তৃপ্তি

মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ
যশোর-১ (শার্শা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন নিয়ে সৃষ্টি হওয়া ক্ষোভ ও আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে শার্শায়। কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত হয়ে মাঠে সক্রিয় থাকলেও চূড়ান্ত মনোনয়ন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের হাতে যাওয়ায় মনোনয়ন জমাদানের শেষ দিনে শার্শায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।
সোমবার বিকাল ৩টায় শার্শা উপজেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শার্শার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো তৃপ্তি সমর্থকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। আবেগঘন পরিবেশে বক্তব্য দিতে গিয়ে একপর্যায়ে অঝোর ধারায় কেঁদে ফেলেন মফিকুল হাসান তৃপ্তি। তার কান্নায় আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষও।
তৃপ্তি বলেন, “বিএনপির দুঃসময়ে আমি শার্শার প্রতিটি নেতা-কর্মীর পাশে থেকেছি। অবিভাবকের মতো আগলে রেখেছি। আজীবন এই মানুষের সেবা করে যেতে চাই।” তিনি বলেন, উপস্থিত প্রিয়জনরা যদি চান, তবে তিনি সবাইকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। আর যদি না চান, তাহলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতেও প্রস্তুত। তবে নির্বাচন করলে শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে তার পাশে থাকার আহ্বান জানান তিনি।
তিনি দৃঢ় প্রত্যয়ে বলেন, “বিজয়ের মালা ছিনিয়ে এনে শার্শাবাসীর সঙ্গে শেষ হাসিটা আমিও হাসতে চাই।”
সমাবেশে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক তৃপ্তিকে নির্বাচনে প্রতিদ্বন্দিতার আহ্বান জানান এবং বিপুল ভোটে বিজয়ী করে ঘরে ফেরানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। তিনি বলেন, “শার্শা ও বেনাপোলের মানুষের সঙ্গে মফিকুল হাসান তৃপ্তির গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। তার মনোনয়ন বাতিলের বিষয়টি কেউ কল্পনাও করেনি। এ কারণেই সাধারণ মানুষ রাস্তায় নেমে তার মনোনয়ন পুনর্বহালের দাবি জানিয়েছে।
সমাবেশ চলাকালে নারী-পুরুষ, শিশু-কিশোর ও বয়োবৃদ্ধদের অংশগ্রহণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে কাছে পেয়ে অনেক সমর্থক কান্নায় ভেঙে পড়েন। বিশেষ করে নারী ও প্রবীণদের চোখে অশ্রু ঝরতে দেখা যায়। আবেগ সামলাতে না পেরে অনেকেই তৃপ্তিকে জড়িয়ে ধরেন, তিনিও নিজেকে ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন।
পরে নেতাকর্মীদের অনুরোধে মফিকুল হাসান তৃপ্তি মনোনয়নপত্র জমা দেন। তিনি সকলকে নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি নেতাকর্মীদের পাশে আছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত প্রত্যাশা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ