প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 30 December 2025, 02:38 ইং
যশোরে ককটেল, পেট্রোল বোমা ও ধারালো অস্ত্রসহ আটক যুবদল নেতা রানার রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক :
যশোরে ককটেল, পেট্রোল বোমা ও ধারালো অস্ত্রসহ আটক যুবদল নেতা মাসুদ আল রানার একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমাবার আসামির রিামন্ড আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ আদেশ দিয়েছেন। রানা যশোর শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে ও ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২৫ নভেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যুবদল নেতা রানার বাড়িতে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় রানাকে আটক ও জিজ্ঞাসাবাদে রান্না ঘরের পিছন থেকে ৭ টি ককটেল, ৩ টি কাঁচের বোতলে পেট্রোল বোমা, ১টি ছোরা ও ২ টি হাসুয়া উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক রানার বিরুদ্ধে এসআই আনিছুর রহমান খাঁন বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে কোতয়ালি থানায় মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শুভ কুমার রায় গত আসমি মাসুদ রানার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ