প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 30 December 2025, 02:38 ইং
বেনাপোলের পুটখালী সীমান্তে ১০৭ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় কফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অন্তর্গত পুটখালী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১০৭ বোতল ভারতীয় ‘উইনসেরেক্স’ (WINCEREX) সিরাপ উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, সীমান্ত দিয়ে মাদক ও নিষিদ্ধ মালামাল পাচার রোধে বিজিবি দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় আজকের এই অভিযান সফল হয়েছে।
তিনি আরও যোগ করেন, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ