প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 30 December 2025, 02:38 ইং
নির্বাচনে ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে: পিলখানায় স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বপ্নভূমি ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) প্রয়োজনীয় সকল প্রস্তুতি ও প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি দিন নেই, মাত্র ৪৫ দিন বাকি। এই নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করার বড় দায়িত্ব বিজিবিকে নিতে হবে। জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশিক্ষণসহ যাবতীয় প্রস্তুতি এখন থেকেই নিশ্চিত করতে হবে।"
সীমান্ত সুরক্ষা নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করতে পারবে না। কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালাতে না পারে, সে বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে।" তিনি আরও জানান, চোরাকারবারিদের সহায়তাকারী বিজিবি সদস্যদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
বিজিবি সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করে উপদেষ্টা বলেন, "বিজিবি সুদীর্ঘ ঐতিহ্যের ধারক। শৃঙ্খলা, প্রশিক্ষণ ও জনকল্যাণ—এই তিনটিকে সমান গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। চেইন অব কমান্ডের প্রতি পূর্ণ আস্থা ও আনুগত্য বজায় রেখে দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।"
বক্তব্যের শুরুতে উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষ করে বৈষম্যহীন দেশ গড়তে যারা আত্মদান করেছেন এবং যারা আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শাহাদতবরণ করায় সরকার ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল। ফলে ওইদিন বিজিবি দবসের পূর্বনির্ধারিত আনুষ্ঠানিকতা স্থগিত করে আজ ২৯ ডিসেম্বর পালন করা হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ