প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 30 December 2025, 02:38 ইং
শহীদ হাদি হত্যার বিচার ও ৪ দফা দাবিতে শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ সোমবার দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। এই কর্মসূচির ফলে শাহবাগ এলাকায় যানচলাচল সীমিত হলেও জনসাধারণের ভোগান্তি কমাতে বিকল্প ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করেছেন আন্দোলনকারীরা।
সোমবার দুপুর ২টা থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে শিক্ষার্থী ও সচেতন জনতা শাহবাগ মোড়ে সমবেত হতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদ্রাসা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে জনসমাবেশ বিশাল রূপ নেয়। বিক্ষোভকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ চত্বর।
সাধারণত অবরোধের সময় যানজট তীব্র আকার ধারণ করলেও, আজ শাহবাগে ভিন্ন চিত্র দেখা গেছে। জনগণের ভোগান্তি এড়াতে শাহবাগে আসা প্রতিটি সড়কের বাম পাশে ডাইভারশনের ব্যবস্থা করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব থেকে আসা যানবাহনগুলো শাহবাগ মোড়ে এসে বাম দিকে মোড় নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে ইউটার্ন নিয়ে মৎস্য ভবনের দিকে যাচ্ছে। একইভাবে অন্য তিনটি সড়ক দিয়ে আসা গাড়িগুলোও বামে প্রবেশ করে গন্তব্যে পৌঁছাচ্ছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িগুলোর জন্য শাহবাগ মোড় উন্মুক্ত রাখা হয়েছে।
ইনকিলাব মঞ্চের ৪ দফা দাবি: সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের নেতারা চার দফা দাবি পেশ করেছেন। দাবিগুলো হলো—
১. খুনি, পরিকল্পনাকারী, সহায়তাকারী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।
২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩. ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।
৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। অপরাধীদের আড়াল করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তারা। বিকেল নাগাদ শাহবাগ ও এর আশপাশ এলাকায় মিছিল নিয়ে আরও মানুষ যোগ দিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ