প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 29 December 2025, 06:06 ইং
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কারণে জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক :
আগামী ৩ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াত ও সার্বিক সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আজ রবিবার (২৯ ডিসেম্বর) রাতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। হাজার হাজার শিক্ষার্থীর এই গুরুত্বপূর্ণ পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে জামায়াতে ইসলামী তাদের পূর্বনির্ধারিত মহাসমাবেশ স্থগিত করার ঘোষণা দিচ্ছে।
এর আগে গতকাল শনিবার রাতে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জামায়াতের এই সমাবেশ স্থগিত করার অনুরোধ জানিয়ে দলটির প্রতি একটি খোলা চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত কৃষি গুচ্ছের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে লক্ষাধিক শিক্ষার্থী অংশ নেবেন। একই দিন দুপুরে সমাবেশ অনুষ্ঠিত হলে রাজধানীজুড়ে তীব্র যানজট সৃষ্টির আশঙ্কা থাকে, যা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে বাধা সৃষ্টি করে তাদের স্বপ্নভঙ্গের কারণ হতে পারে।
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের প্রতি সম্মান জানিয়ে এবং জনদুর্ভোগ এড়াতে জামায়াত এই ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করল। মহাসমাবেশের পরবর্তী তারিখ ও সময় পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ