প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 29 December 2025, 06:06 ইং
১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিন জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার, যশোর:
ডেনমার্কে পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার তিন কর্মকর্তার নামে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়ার রবিউল ইসলামের ছেলে মফিজুল ইসলাম ইমন বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, ঢাকা মিরপুর-১ এর উশা রহমান এজেন্সির সিনিয়র কনসালটেন্ট উশা রহমান, সজীব খান ও তানজিলা আহস্মেদ।
মামলার অভিযোগে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উশা রহমান আইডিতে ডেনমার্কে যাওয়ার বিজ্ঞপ্তি দেখে ইমন আসামিদের সাথে যোগাযোগ করেন। তাদের প্রস্তাবে রাজি হয়ে আসামিদের ইমনসহ ৭ জন মোট ১৮ লাখ ৫ হাজার টাকা দিয়েছিলেন কাগজপত্র রেডিসহ ডেনমার্কে চাকরির জন্য। পরবর্তীতে আসামিরা তাদের ডেনমার্কে পাঠাতে ব্যর্থ হওয়ায় টাকা ফেরত চাইলে না দিয়ে ঘোরাতে থাকেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ