প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 29 December 2025, 06:06 ইং
রাজনৈতিক দলহীন এক ‘একাকী’ লড়াইয়ের ঘোষণা ডা. তাসনিম জারার

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম শীর্ষ নেতা ও জনপ্রিয় চিকিৎসক ডা. তাসনিম জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, “আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই ঢাকা-৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি।” তিনি উল্লেখ করেন, খিলগাঁওয়েই তার জন্ম ও বেড়ে ওঠা, তাই এই এলাকার মানুষের সেবা করা তার আজীবনের স্বপ্ন।
দলীয় ব্যানারে নির্বাচন না করার চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, “একটা দলের প্রার্থী হলে সুসংগঠিত কর্মী বাহিনী ও নিরাপত্তা নিশ্চিতের সুযোগ থাকে। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের স্নেহ ও সমর্থন পেলেই আমি এগিয়ে যেতে পারব।”
নির্বাচনী আইন অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের ১ শতাংশের সমর্থনযুক্ত স্বাক্ষর প্রয়োজন। ডা. জারা জানান, ঢাকা-৯ আসনে তার ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন। আজ (রোববার) থেকেই তিনি এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করবেন। অত্যন্ত অল্প সময়ে এই বিশাল কাজ সম্পন্ন করতে তিনি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
নির্বাচনী তহবিলের জন্য সংগৃহীত অর্থ ফেরতের বিষয়ে ডা. তাসনিম জারা এক নজিরবিহীন ঘোষণা দিয়েছেন। তিনি জানান, যারা দলীয় প্রেক্ষাপটে তাকে ডোনেট করেছিলেন, কিন্তু এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার এই পরিবর্তিত সিদ্ধান্তে অর্থ ফেরত নিতে চান, তাদের টাকা যথাযথ প্রক্রিয়ায় ফেরত দেওয়া হবে। এর জন্য তিনি একটি অনলাইন ফর্মও শেয়ার করেছেন।
সবশেষে তিনি ঢাকা-৯ আসনের বাসিন্দাদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের ঘরের মেয়ে। আমার সততা ও নিষ্ঠার ওপর ভরসা রেখে নতুন রাজনীতি করার সুযোগ দিন।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ