প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 29 December 2025, 06:06 ইং
জামায়াত নির্ভরযোগ্য মিত্র নয়, জোট করলে দিতে হবে চড়া মাশুল: সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘নির্ভরযোগ্য মিত্র নয়’ অভিহিত করে দলটির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা বা সহযোগিতায় না জড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি সতর্ক করে বলেছেন, জামায়াতের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় গেলে এনসিপিকে ভবিষ্যতে কঠিন মূল্য চুকাতে হতে পারে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। পোস্টে তিনি এনসিপির রাজনৈতিক আদর্শ ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার তীব্র বিরোধিতা করেন।
সামান্তা শারমিন তার পোস্টে উল্লেখ করেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা জোট গঠনের বিষয়ে যে মন্তব্য করেছেন, তার সঙ্গে এনসিপির মৌলিক নীতির বড় ধরনের পার্থক্য রয়েছে। তিনি লেখেন, “জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এতো দিনের অবস্থান অনুযায়ী এর মূলনীতি ও রাষ্ট্রকল্প জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা ‘সেকেন্ড রিপাবলিক’ (দ্বিতীয় প্রজাতন্ত্র) গঠনকে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি। ফলে এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থান যেকোনো রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত।”
এনসিপি নেত্রী আরও অভিযোগ করেন যে, জামায়াতে ইসলামী সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে। তিনি বলেন, “নিম্নকক্ষে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) ব্যবস্থার আওয়াজ তুলে সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করতে লিপ্ত হয়েছিল জামায়াত। এ কারণে এনসিপির আহ্বায়ক ইতিপূর্বে স্পষ্ট করেছিলেন যে, যারা সংস্কারের পক্ষে নয়, তাদের সঙ্গে জোট সম্ভব নয়।”
সামান্তা শারমিন জানান, ‘জুলাই পদযাত্রা’র পর থেকেই এনসিপি ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং দলটির এই অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে—এই মর্মে সারা দেশ থেকে প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করেন যে, জামায়াতের বিরোধিতা করার মানে এই নয় যে তিনি বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছেন। বরং বিএনপি বা জামায়াত—যেকোনোটির সঙ্গে জোট করা এনসিপির মৌলিক সাংগঠনিক ও রাজনৈতিক পলিসি থেকে বিচ্যুতি বলে তিনি মনে করেন। তিনি নিজেকে এনসিপির ঘোষিত আদর্শের একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে দাবি করে দলটির পূর্ববর্তী সকল রাজনৈতিক অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ