প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 27 December 2025, 11:46 ইং
বাঘারপাড়ার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী উদযাপন

বাঘারপাড়া প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৯০তম বর্ষে পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) এ উপলক্ষে বসেছিল নবীন-প্রবীণের মিলনমেলা। শীতের সকালে শত শত সাবেক-বর্তমান শিক্ষার্থী বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হন। আবেগঘন স্মৃতিচারণে সাবেক শিক্ষার্থীরা ফিরে যান নিজ নিজ শৈশবে। সকাল এগারোটা বাজতে বাজতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
জাতীয় পতাকা উত্তোলন করে সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় উৎসবের পতাকা উত্তোলন করেন গৌরবময় ৯০ বর্ষ উদযাপন ও পুনর্মিলনী উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের সাবেক উপ পরিচালক নিভা রাণী পাঠক। প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোসাম্মাৎ আসমা বেগম। বক্তব্য রাখেন আবু নাসের হাসপাতাল খুলনার সাবেক পরিচালক ডা: বিধান চন্দ্র গোস্বামী, অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম নীহার হালদার, সাবেক মৃত্তিকা গবেষক শচীন্দ্রনাথ বিশ্বাস, স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. সঞ্জয় পাঠক, শহীদ মসিয়ুর রহমান ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক বিপ্লব সেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার মল্লিক, বর্তমান প্রধান শিক্ষক পিযু্ষ কান্তি বিশ্বাস প্রমুখ। ১৯৩৫ সালে যাত্রা শুরু করা বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, আন্দোলন ও সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আজ শনিবার আয়োজনের দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে সংগীত পরিবেশন ও যাত্রা গানের মধ্য দিয়ে দুদিনের অনুষ্ঠন শেষ হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ