প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 27 December 2025, 11:46 ইং
যশোরের শার্শা গোগা সিমান্ত থেকে ভারতীয় মদ ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাসুদুর রহমান শেখ, শার্শা:
যশোরের শার্শা গোগা সিমান্ত থেকে ২ বোতল ভারতীয় মদ ৯ পিচ ইয়াবা নগদ ৩৫.৮০০ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটক আসামিরা হলেন, শার্শা থানার রুদ্রপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে আলী হোসেন(৩৫) ও শহিদুল ইসলামের ছেলে লিটন হোসেন (৩২) উভয় থানা শার্শা যশোর।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, বিজিবি'র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার ২৪ ডিসেম্বর রাত ১২ টার সময় কায়বা ও গোগা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ বোতল ভারতীয় মদ, ৯ পিস ভারতীয় ইয়াবা, বাংলাদেশী নগদ ৩৫,৮০০/- টাকা এবং ২ টি মোটরসাইকেলসহ ২ জন মাদক কারবারিকে আটক করে হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য লাখ একান্ন হাজার ৫শ’ টাকা।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।এবং আটক আসামী শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ