প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 27 December 2025, 11:46 ইং
ভারতে ২০ মাস আটক থেকে বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরল এক কিশোর

মাসুদুর রহমান শেখ, শার্শা:
ভারত থেকে ২০ মাস পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল শামিম (১৬)নামে এক কিশোর। ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৫ টার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা শামিম জামালপুর জেলার মো: ইন্তাজ আলীর ছেলে। বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন, ফেরত আসা কিশোরকে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ভারত থেকে ফেরত আসা শামিম জানায় গত ১০ ফেব্রুয়ারী ২০২৩ সালে দালালদের মাধ্যেমে রাতের আধারে সীমান্ত পাড়ি দেয়। এরপর ভারতের জম্মু ও কাশ্মীর এলাকায় অবস্থানকালে ২০২৪ সালের ৩ এপ্রিল সে পুলিশের কাছে আটক হয়। এরপর তাকে কাশ্মীর বয়েজ শেল্টার হোমে একটি হোমে রাখা হয়। সেখান থেকে আজ প্রায় ২০ মাস হোমে থাকার পর দেশে ফেরত পাঠায়।
যশোর রাইটস এর এরিয়া কোয়াডিনেটর সফিকুর রহমান বলেন, ফেরত আসা কিশোরকে তাদের নিজ শেল্টার হোমে রেখে পরিবার এর সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ