প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 December 2025, 11:06 ইং
মগবাজারে ককটেল বিস্ফোরণে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে ছুড়ে মারা ককটেল বিস্ফোরণে সিয়াম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ভবনের সামনে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম একটি গাড়ির ডেকোরেশন দোকানের কর্মচারী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিয়াম মাগবাজার এলাকার একটি দোকানে কাজ করতেন। সন্ধ্যার দিকে নাস্তা করার জন্য তিনি দোকান থেকে বের হয়ে পাশের একটি চা স্টলে যান। চা অর্ডার করার পরপরই ওপরের ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল তার মাথার ওপর এসে পড়ে এবং বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ফ্লাইওভার থেকে কে বা কারা শক্তিশালী এই ককটেলটি নিক্ষেপ করেছে তা এখনও স্পষ্ট নয়। ককটেলটি সরাসরি সিয়ামের মাথায় পড়ায় তিনি তাৎক্ষণিক মারা যান।"
ঘটনাস্থলে থানা পুলিশ, ডিবি এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। সিআইডির বোম্ব ডিসপোজাল ইউনিট আলামত সংগ্রহ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিয়ামের বাড়ি খুলনা জেলার দৌলতপুর এলাকায়। তিনি মগবাজার এলাকায় থেকে শ্রমিকের কাজ করতেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ