প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 December 2025, 11:06 ইং
কুষ্টিয়ায় জামায়াতের জোড়া মনোনয়নপত্র সংগ্রহ: আমির হামজা ও আব্দুল গফুর মাঠে

স্বপ্নভূমি ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রখ্যাত ওয়ায়েজ মুফতি আমির হামজা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাধারণ মানুষের মতো রিকশায় চড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই দিনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনেও দলটির প্রার্থী মো. আব্দুল গফুর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতি আমির হামজা বলেন, "আমরা দীর্ঘদিন ধরে মাঠে আছি। সদর ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানার প্রায় প্রতিটি ঘরে ঘরে আমি গিয়েছি। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমি আলহামদুলিল্লাহ বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশা করছি। পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে, আশা করি উৎসবমুখর ভোট হবে।"
নির্বাচনী শঙ্কার কথা জানিয়ে আমির হামজা বলেন, "৫ আগস্টের গণঅভ্যুত্থানে সদর থানা পুড়ে গিয়েছিল এবং অনেক অস্ত্র লুট হয়েছে। এছাড়া কুষ্টিয়া সীমান্ত এলাকা হওয়ায় দৌলতপুর দিয়ে অনেক অবৈধ অস্ত্র ঢুকছে। নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার করা না গেলে ভোটের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। প্রশাসন আশ্বাস দিলেও এখনো দৃশ্যমান কোনো কাজ আমরা দেখিনি।"
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, "হত্যাকাণ্ড কখনোই সমর্থন করি না। এর পেছনে দেশি-বিদেশি চক্রান্ত থাকতে পারে। একটি পক্ষ চায় নির্বাচন পিছিয়ে যাক, যাতে দেশ অন্যের হাতে চলে যায়। আমরা ১২ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চাই এবং হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।"
এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার, শহর আমির এনামুল হকসহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল গফুর বুধবার দুপুরে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময় উপজেলা ও জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ