প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 December 2025, 11:06 ইং
প্রিয় শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত নারিকেলবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়

বাঘারপাড়া প্রতিনিধি :
যশোরের বাঘারপাড়া উপজেলার ঐতিহ্যবাহী নারিকেলবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেনের দীর্ঘ ৩৬ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের সমাপ্তি ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) তাঁর অবসরের শেষ দিনে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনদের পক্ষ থেকে তাঁকে এক বর্ণাঢ্য ও আবেগঘন সংবর্ধনা দেওয়া হয়। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে অনেক শিক্ষক ও শিক্ষার্থীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
এদিন সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কোহিনূর আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান।
দীর্ঘ ৩৬ বছরের পথচলা: এমদাদ হোসেনের সাথে এই শিক্ষা প্রতিষ্ঠানের নাড়ির সম্পর্ক। তিনি ১৯৮০ সালে এই বিদ্যালয় থেকেই এসএসসি পাশ করেন। পরবর্তীতে ১৯৮৯ সালে সহকারী শিক্ষক (হিসাববিজ্ঞান) হিসেবে এখানেই কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালে সহকারী প্রধান শিক্ষক, ২০১০ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং ২০১১ সালে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ৩৬ বছর তিনি এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্মৃতিচারণ ও সম্মাননা: সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান, অধ্যক্ষ কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি তরুণ কুমার সাহা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং প্রধান শিক্ষক পারভীন আক্তার প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষকের সম্মানে মানপত্র পাঠ করা হয়।
বিদায়ী শিক্ষকের অনুভূতি: আবেগাপ্লুত কণ্ঠে এমদাদ হোসেন বলেন, "আমার দীর্ঘ কর্মজীবনের প্রতিটি মুহূর্ত ছিল শিক্ষার্থীদের নিয়ে। সবসময় চেয়েছি তারা যেন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে। যে স্কুল থেকে আমি নিজে শিক্ষা গ্রহণ করেছি, সেখান থেকেই আজ বিদায় নিচ্ছি—এটি আমার জন্য অত্যন্ত গর্বের ও স্মৃতির। শেষ জীবনের দিনগুলো যেন সুস্থভাবে কাটাতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই।"
অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছিটিয়ে ও চোখের জলে প্রিয় ‘এমদাদ স্যার’কে বিদায় জানান। পুরো এলাকায় এক শোকাতুর ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ