প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 December 2025, 11:06 ইং
'সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ যশোরকে হারিয়ে ফাইনালে নড়াইলের চাঁচড়া

অভয়নগর প্রতিনিধি :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম স্মরণে যশোরের অভয়নগরে ‘তরিকুল ইসলাম স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ধোপাদী ফুটবল একাডেমির আয়োজনে বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২য় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
এতে নড়াইলের চাঁচড়া ফুটবল একাদশ ৩-১ গোলে যশোরের শাহজাদপুর ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে এবং ২৫ ও ২৬ মিনিটে নড়াইলের চাঁচড়া ফুটবল একাদশের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় আশরাফুল ৩টি গোল করেন। অপরদিকে যশোরের শাহজাদপুর ফুটবল দলের ৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় দেলোয়ার দলের পক্ষে একমাত্র গোলটি করেন। সেরা খেলোয়াড় হিসেবে বিজয়ী দলের আশরাফুলকে পুরষ্কৃত করা হয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মফিজ উদ্দিনের সভাপতিত্বে ২য় সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক রাজু ফরাজী। এ সময় উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও অভয়নগর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান মশি, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক কৃতি ফুটবলার জাহিদুল ইসলাম জাহিদ, রুহুল আমিন সরদার প্রমুখ। আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) একই মাঠে বিকাল ৩ টায় টুর্নামেন্টের ফাইনাল খেলায় শার্শা ফুটবল একাডেমির মুখোমুখি হবে নড়াইলের চাঁচড়া ফুটবল একাদশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ