প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 December 2025, 11:06 ইং
তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানাল সরকার, দেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনকে সরকার স্বাগত জানায় এবং তার নিরাপত্তার বিষয়ে দলটির পক্ষ থেকে যা যা চাওয়া হচ্ছে, সরকার সেই অনুযায়ী সব ধরনের সহযোগিতা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
প্রেস সচিব বলেন, "তারেক রহমানের প্রয়োজনীয় নিরাপত্তার বিষয়ে বিএনপির সঙ্গে আমাদের নিয়মিত আলাপ হচ্ছে। তারা যতটুকু চাচ্ছেন, সেই চাহিদাগুলো তদারকি করা হচ্ছে। সরকার তার নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।" তারেক রহমানকে এসএসএফ কেন্দ্রিক বা বিশেষ কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি নিয়ে দলের সঙ্গে সরকারের সমন্বয় চলছে এবং সরকার তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের অবস্থান পুনরায় স্পষ্ট করেছেন শফিকুল আলম। তিনি বলেন, "নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করেছে। যে কারণে দলটির এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো আইনি সুযোগ নেই। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার।"
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রেস সচিব জানান, সরকার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করছে। পুলিশসহ সব নিরাপত্তা সংস্থা এটি নিয়ে কাজ করছে এবং ইতিমধ্যে কিছু ‘গুরুত্বপূর্ণ ক্লু’ পাওয়া গেছে।
অন্যদিকে, ময়মনসিংহের শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, "ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন উপদেষ্টা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার আইনে।" তিনি আরও যোগ করেন যে, বর্তমান সরকার সংখ্যালঘুদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, যার প্রতিফলন দেখা গেছে বিগত বড় ধর্মীয় উৎসবগুলোতে।
ডেইলি স্টার এবং প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, "প্রত্যেককে ভিডিও এবং ভিজ্যুয়াল আলামত দেখে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকের কাছে অপরাধের প্রমাণ পাওয়া গেছে।"
ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ