প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 December 2025, 11:06 ইং
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিক্রমপুরী গ্রেপ্তার, টঙ্গী থানায় হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক :
মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অনুরোধের ভিত্তিতে ডিবির একটি দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর তাকে জিএমপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারের কারণ ও আইনি প্রক্রিয়া: পুলিশ সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ আটকাদেশের প্রেক্ষিতে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ তাকে আটকের পর গাজীপুরের টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিকেলে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, "আতাউর রহমান বিক্রমপুরীর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটকাদেশ ছিল। ডিএমপি তাকে আটকের পর আমাদের কাছে হস্তান্তর করে। এরপর আমরা তাকে আদালতের মাধ্যমে কাশিমপুর কারাগারে পাঠিয়েছি।"
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানিয়েছে, উচ্চ পর্যায়ের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ