প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 24 December 2025, 11:57 ইং
যশোরে চাকু দেখিয়ে মাকে হত্যার হুমকির ঘটনায় ছেলে আটক

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরে চাকু দখিয়ে মাকে হত্যার হুমকির ঘটনায় ছেলে মুনতাসির ইসলামকে পুলিশে দিয়েছে পরিবার। জরুরী সেবা ৯৯৯ নম্বর কল দিয়ে পুলিশে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। মুনতাসির ইসলাম যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মৃত একরামুল ইসলামের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, মুনতাসিরের পিতা ৪ বছর আগে মারা গিয়েছে। ছেলে মুনতাসির নেশাগ্রস্ত। কিছু বলতে গেলে মুনতাসির পরিবারের লোকজনকে মারপিট করতে আসে। তার পিতার রেখে যাওয়া সঞ্চয়ের মুনাফার টাকা খরচ করে ফেলে তার মুনতাসির। টাকা ফুরিয়ে গেলে নেশার টাকার জন্য চাপদিতে থাকে তার মাকে। টাকা না পেলে মারপিটসহ নানা হুমকি দেয়। মঙ্গলবার সকালে মুনতাসির ঢাকা থেকে বাড়িতে ফিরে তার মায়ের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে মুনতাসির তার মাকে চাকু দেখিয়ে হত্যার হুমকি দেয়। এ সময় ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ এসে দুটি চাকুসহ মুনতাসিরকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় দ্রæত বিচার আইনে মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে আটক মুনতাসিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ