প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 24 December 2025, 11:57 ইং
যশোর -৪ বাঘারপাড়ায় টিএস আইয়ুবের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বাঘারপাড়া প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়ায় জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা এবং বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, সহসভাপতি আঃ সালাম সৌদি, শওকত হোসেন মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক এফ এম আসলাম হোসেন, জহুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, ধলগ্রাম ইউনিয়নের সভাপতি খয়বার হোসেন মোল্লা, দরাজহাট ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মোল্লা, জামদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দাউদ হোসেন মোল্লা, বাসুয়াড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, বিএনপি নেতা দাউদ হোসেন, বাঘারপাড়া পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহমেদ, সদস্য সচিব বাবুল হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমান, সদস্য সচিব সৌখিন হোসেন, পৌর কৃষকদলের সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক রাশেদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিজ ইকবাল ঈছা, সদস্য সচিব মাসুম পারভেজ, ছাত্রদল নেতা জিসান খান, রাকিব প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ