প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 24 December 2025, 11:57 ইং
চিরবিদায় নিলেন মসজিদে নববীর প্রখ্যাত মুয়াজ্জিন

আন্তর্জাতিক ডেস্ক | তারিখ: ২৩ ডিসেম্বর, ২০২৫
মদিনার মসজিদে নববীর সুমধুর কণ্ঠের অধিকারী প্রখ্যাত মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতেই মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা ও দাফন আজ মদিনার পবিত্র মসজিদে নববীতে হাজারো মুসল্লির অংশগ্রহণে শেখ ফয়সাল নোমানের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করার কথা রয়েছে। জানাজায় স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, আলেম-ওলামা এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা শরিক হন।
এক নিবেদিতপ্রাণ জীবন শেখ ফয়সাল নোমান দীর্ঘ সময় ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর আজানের ধ্বনি বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। কেবল একজন মুয়াজ্জিনই নন, তার ধর্মীয় নিষ্ঠা ও তাকওয়ার কারণে তিনি সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন।
শোকের ছায়া তার মৃত্যুতে মুসলিম উম্মাহর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন দেশের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানরা তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, শেখ ফয়সাল নোমানের চলে যাওয়া মুসলিম বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি। উম্মাহ একজন নিবেদিতপ্রাণ খাদেমকে হারাল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তার রুহের মাগফিরাত কামনা করে আবেগঘন বার্তা দিচ্ছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ