প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 24 December 2025, 11:57 ইং
সরকারি গানম্যান প্রত্যাখ্যান নুরের, দিলেন আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৩ ডিসেম্বর, ২০২৫
নিরাপত্তা ঝুঁকির কারণে দেশের ২০ জন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিকে সরকারিভাবে বিশেষ গানম্যান (নিরাপত্তারক্ষী) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
তবে সরকারের দেওয়া এই বিশেষ নিরাপত্তা সুবিধা নিতে অস্বীকৃতি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
কেন গানম্যান প্রত্যাখ্যান? সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে ‘ডাকসু হামলার ৬ বছর’ উপলক্ষে আয়োজিত এক প্রতিবাদ সভায় নুর তার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “যে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ও পোশাক পরিহিত অবস্থায় আমার ওপর হামলা হয়েছে, সেই হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত সরকারের দেওয়া কোনো গানম্যান আমি গ্রহণ করব না।”
নুর অভিযোগ করেন, গত ২৯ আগস্ট তার নিজ কার্যালয়ের সামনে যে হামলা হয়েছিল, তার তদন্ত প্রতিবেদন প্রকাশের জন্য গঠিত বিচার বিভাগীয় কমিটি এখনো কোনো ফলাফল দেয়নি। তিনি প্রশ্ন তুলে বলেন, “হামলার বিচার না হওয়ায় মনে হচ্ছে এতে অন্তর্বর্তী সরকারের মৌন সমর্থন রয়েছে। এর দায় প্রধান উপদেষ্টাসহ পুরো উপদেষ্টা পরিষদকে নিতে হবে।”
গোটা দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ একক ব্যক্তিকে গানম্যান দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় উল্লেখ করে সাবেক এই ভিপি বলেন, “ব্যক্তিগত নিরাপত্তা বাড়িয়ে লাভ নেই যদি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত না হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজাতে হবে। দেশে নিরাপদ ভোটের পরিবেশ তৈরি না হলে শুধু প্রার্থীদের নিরাপত্তা দিয়ে লাভ নেই, কারণ ভোটাররা ভয় পেলে ভোটকেন্দ্রে আসবে না।”
হামলার দায়ভার কার? নিজের ওপর ভবিষ্যতে কোনো হামলা হলে তার জন্য সরকার এবং উপদেষ্টা পরিষদ সরাসরি দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন নুর। তিনি আরও বলেন, “৩০ কার্যদিবসের মধ্যে হামলার তদন্ত শেষ করার কথা থাকলেও আজ পর্যন্ত দোষীদের চিহ্নিত করা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক।”
উল্লেখ্য, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কয়েকজন রাজনৈতিক নেতার প্রাণনাশের আশঙ্কা থেকে সরকারের পক্ষ থেকে বিশেষ এই নিরাপত্তার উদ্যোগ নেওয়া হলেও নুরের এই অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ