প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 24 December 2025, 11:57 ইং
ডিসি-এসপিদের নিয়ে ইসির বিশেষ বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৩ ডিসেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর নির্বাচন কমিশন অডিটোরিয়ামে এই ব্রিফিং সভা শুরু হয়। সভায় দেশের সকল জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা (এসপি) অংশ নিয়েছেন।
বৈঠকের মূল আলোচ্য বিষয় ইসি সূত্রে জানা গেছে, সভায় ভোটের সার্বিক প্রস্তুতি, নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। বিশেষ করে নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে বিশেষ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রস্তুতির ধারাবাহিকতা এর আগে গত ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই বৈঠকের বিষয়ে জানানো হয়েছিল। নির্বাচনের প্রস্তুতি হিসেবে সম্প্রতি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গেও ধারাবাহিক বৈঠক করেছে কমিশন। আজকের সভায় মাঠ পর্যায়ের বাস্তব চিত্র পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
নির্বাচন ও গণভোটের সময়সূচি নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। একই সাথে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ