প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 23 December 2025, 05:17 ইং
এনসিপি নেতাকে গুলির পর বেনাপোল সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

মাসুদুর রহমান শেখ, শার্শা:
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গুলির ঘটনার পর যশোরের বেনাপোল সীমান্তে তল্লাশি ও টহল তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ ডিসেম্বর) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় এনসিপির শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মোতালেব সিকদার (৪২) গুলিবিদ্ধ হন। ঘটনার পর হামলায় জড়িত পলাতক দুর্বৃত্তরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে সীমান্তের বেনাপোল সহ রিং আকারের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল, গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবি। সরেজমিনে সোমবার দুপুরে বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট সহ পাশাপাশি রিং সীমান্তে বিজিবির এ বাড়তি নজরদারি দেখা যায়।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, খুলনায় মোতালেব সিকদারের ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি ও নজরদারি কার্যক্রম জোরদার এবং কাঁটাতারের বেড়া না থাকা এলাকাগুলোতে বিশেষ নজরদারি নিশ্চিত করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ