প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 22 December 2025, 11:54 ইং
শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে জাতীয় ‘ট্যালেন্ট হান্ট’: নিবন্ধন ২৩ ডিসেম্বর থেকে

ক্যাম্পাস ডেস্ক| ঢাকা ২১ ডিসেম্বর, ২০২৫
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে দেশজুড়ে শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই) এবং ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও একক বিতর্ক—এই তিন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
নিবন্ধনের সময়সীমা ও প্রক্রিয়া রোববার (২১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিযোগিতার বিস্তারিত জানানো হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ থেকে এবং চলবে ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। ডিএসএইচই আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোনো ধরনের ফি ছাড়াই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
নিবন্ধনের জন্য ওয়েবসাইটসমূহ: আগ্রহী শিক্ষার্থীদের নিচের ওয়েবসাইটগুলোর মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে
- চিত্রাঙ্কন: https://art.infostudents.com
- কবিতা আবৃত্তি: https://poem.infostudents.com
- একক/বারোয়ারি বিতর্ক: https://debate.infostudents.com
প্রতিযোগিতার ধরন ও পুরস্কার এই আয়োজনটি জেলা, আঞ্চলিক এবং জাতীয়—এই তিন পর্যায়ে অনুষ্ঠিত হবে। শুধুমাত্র প্রতিযোগিতা নয়, মেধা বিকাশের লক্ষ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের সংশ্লিষ্ট বিষয়ে দুই মাসের একটি বিশেষ অনলাইন প্রশিক্ষণ দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সরকারের এই উদ্যোগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সৃজনশীল চর্চায় নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ