প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 22 December 2025, 11:54 ইং
ইতিহাসের সামনে বাংলাদেশের মেয়েরা: প্রথমবারের মতো আন্তর্জাতিক ভলিবলে লাল-সবুজ দল

ক্রীড়া প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো নতুন এক মাইলফলক। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দল। মালদ্বীপে শুরু হওয়া ‘সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (সিএভিএ) উইমেন্স কাপ ২০২৫’-এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক ঘটছে লাল-সবুজের নারী ভলিবলারদের।
জাঁকজমকপূর্ণ উদ্বোধন শনিবার (২০ ডিসেম্বর) মালদ্বীপের রাজধানী মালেতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা ওঠে। এবারের আসরে স্বাগতিক মালদ্বীপ ছাড়াও অংশ নিচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও কিরগিজস্তান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের স্পোর্টস কমিশনার মোহাম্মদ থোলাল। এছাড়াও সিএভিএ এবং মালদ্বীপ ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহামেদ লতীফসহ অংশগ্রহণকারী দেশগুলোর শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রথম ম্যাচেই স্বাগতিক চ্যালেঞ্জ আজ মালদ্বীপের সোশ্যাল সেন্টারে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ স্বাগতিক মালদ্বীপ। দীর্ঘ প্রস্তুতি ও অনুশীলনের পর আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেলে ধরতে মুখিয়ে আছেন বাংলাদেশি নারী খেলোয়াড়রা।
বন্ধুত্ব ও নারী ক্ষমতায়নের বার্তা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. নাজমুল ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশ সরকার নারীর ক্ষমতায়ন ও যুব উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ আমাদের মেয়েদের আত্মবিশ্বাস বাড়াবে।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের আয়োজন অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।
বাংলাদেশি ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, প্রথমবার অংশ নিলেও কোর্টে নিজেদের সেরাটা দিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনবে নারী ভলিবল দল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ