প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 22 December 2025, 11:54 ইং
রিশাদের কিপটে বোলিং, মেলবোর্নকে উড়িয়ে দিল হোবার্ট

ক্রীড়া প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০২৫
আগের ম্যাচে কিছুটা খরুচে বোলিংয়ের কারণে আক্ষেপে পুড়েছিলেন, তবে দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরলেন বাংলাদেশি লেগ-স্পিনার রিশাদ হোসেন। মেলবোর্ন রেনেগেডর্সের বিপক্ষে রিশাদের মিতব্যয়ী বোলিং এবং নিখিলের বিধ্বংসী ব্যাটিংয়ে দাপুটে জয় পেয়েছে হোবার্ট হ্যারিকেন্স।
রিশাদের ‘কামব্যাক’ ও নিয়ন্ত্রিত বোলিং মেলবোর্ন রেনেগেডর্সের বিপক্ষে রিশাদ ছিলেন অত্যন্ত গোছানো। নিজের নির্ধারিত ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে তুলে নেন গুরুত্বপূর্ণ একটি উইকেট। তার এই মিতব্যয়ী বোলিংয়ের কারণে বড় সংগ্রহ গড়তে পারেনি রেনেগেডর্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানে থামে তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন টিম সেইফার্ট। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ৩২ এবং হাসান খান ২৩ রান করেন।
শুরুতে ধাক্কা, এরপর নিখিলের তাণ্ডব ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল হোবার্ট। জেসন বেহরনডর্ফের বলে মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার মিচেল ওয়েন। আরেক ওপেনার টিম ওয়ার্ডও (৮ রান) বেশিক্ষণ টিকতে পারেননি।
তবে শুরুর সেই ধাক্কা মুহূর্তেই সামাল দেন নিখিল ও ম্যাকডরমট। বিশেষ করে নিখিল ছিলেন মারমুখী মেজাজে। মাত্র ২৯ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করার পর তিনি থামেন ৩৮ বলে ৭৯ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে। তার এই ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছক্কার মার। অন্যপ্রান্তে ম্যাকডরমট ৪৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
সংক্ষিপ্ত স্কোর:
- মেলবোর্ন রেনেগেডর্স: ১৪৫/৯ (২০ ওভার); সেইফার্ট ৩৪, রিজওয়ান ৩২। (রিশাদ ১/২১)
- হোবার্ট হ্যারিকেন্স: ১৪৬/২; নিখিল ৭৯, ম্যাকডরমট ৪৯*।
- ফল: হোবার্ট হ্যারিকেন্স ৮ উইকেটে জয়ী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ