প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 22 December 2025, 11:54 ইং
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ‘ভ্যান্ডালিজম’, নেই রাজনৈতিক দলের সম্পৃক্ততা: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক :
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় মূলধারার কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে তিন বাহিনী প্রধান ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
হামলা ও নাশকতার নেপথ্যে ‘বিশেষ চক্র’ নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, “সংশ্লিষ্ট সংস্থাগুলোর দেওয়া তথ্যমতে, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে মূলধারার কোনো রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ততা মেলেনি। তবে আসন্ন সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার লক্ষ্যে একটি বিশেষ চক্র পরিকল্পিতভাবে শহর এলাকায় ‘টার্গেটেড হামলা’ চালাচ্ছে।” তিনি প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনাকে ‘ভ্যান্ডালিজম’ বা ভাঙচুর হিসেবে অভিহিত করে জানান, এ ঘটনায় ইতোমধ্যে অন্তত ২০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাঠে নামছে ১ লাখ সেনা সদস্য নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বড় ধরনের প্রস্তুতির কথা জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে মোট এক লাখ সেনা সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে এক-তৃতীয়াংশ সদস্য এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছেন এবং বাকিদের দ্রুততম সময়ের মধ্যে মোতায়েন সম্পন্ন হবে।
সমন্বিত নিরাপত্তা ও কমান্ড-কন্ট্রোল এর আগে বেলা ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করে কমিশন। দুপুর আড়াইটায় শুরু হওয়া পরবর্তী বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও যৌথ বাহিনীর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইসি সানাউল্লাহ জানান, জেলা পর্যায়ে ‘সমন্বয় সেলের’ মাধ্যমে সেনাবাহিনী, অন্যান্য বাহিনী এবং ম্যাজিস্ট্রেটরা একযোগে কাজ করবেন। কমান্ড ও কন্ট্রোল নিয়ে প্রয়োজনীয় কারিগরি আলোচনাও সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন ঘিরে কোনো ধরনের নাশকতা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ