প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 December 2025, 11:06 ইং
‘হাদির হত্যাকারী ফয়সালের সুনির্দিষ্ট অবস্থান এখনো অজানা’: অতিরিক্ত আইজিপি

স্বপ্নভূমি ডেস্ক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী হিসেবে অভিযুক্ত ফয়সালের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সে দেশ ছেড়ে পালিয়েছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্যও পুলিশের কাছে নেই। রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
ফয়সালের সন্ধানে গোয়েন্দা তৎপরতা সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি বলেন, "ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তাকে খুঁজে বের করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো নিরলসভাবে কাজ করছে। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়, তাই আমরা সতর্কতার সঙ্গে সব তথ্য যাচাই করছি।" সে দেশের বাইরে চলে গেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখন পর্যন্ত সে দেশেই আছে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক হত্যাকাণ্ডের যোগসূত্র হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ততা আছে কি না, তা নিয়ে তদন্ত চলছে বলে জানান খন্দকার রফিকুল ইসলাম। তিনি বলেন, "এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নাম আমাদের হাতে আসেনি। তবে সঠিক তথ্য বের করে আনতে আমরা সব দিক খতিয়ে দেখছি।"
ডিবি প্রধানের পর্যবেক্ষণ সংবাদ সম্মেলনে উপস্থিত ডিবি প্রধান শফিকুল ইসলাম এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রাথমিক ধারণা প্রকাশ করেন। তিনি বলেন, "প্রাথমিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মনে হচ্ছে এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। এর পেছনে কোনো ব্যক্তিগত শত্রুতা বা উদ্দেশ্য থাকার সম্ভাবনা খুব কম। ঘটনার শুরু থেকেই আমরা ও সব গোয়েন্দা এজেন্সি সমন্বিতভাবে মাঠে আছি।" তিনি আরও জানান, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব কটি দিক সামনে রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যে অপরাধীকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ