প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 22 December 2025, 11:54 ইং
হাইকমিশনে হামলা: ভারতের প্রেস নোট প্রত্যাখ্যান করে কড়া বার্তা পররাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক :
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্রপন্থী গোষ্ঠীর হামলার ঘটনায় ভারত সরকারের দেওয়া ব্যাখ্যাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি সাফ জানিয়ে দেন, কূটনৈতিক এলাকায় হাইকমিশনের মতো সুরক্ষিত জায়গায় হামলাকারীদের প্রবেশ করার সুযোগ পাওয়া স্বাভাবিক কোনো ঘটনা নয়।
নিরাপত্তা নিয়ে গভীর প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারতীয় প্রেস নোটে যা বলা হয়েছে, আমরা তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি। বিষয়টি যতটা সহজভাবে উত্থাপন করা হয়েছে, ঘটনা মোটেও ততটা সহজ নয়।” তিনি প্রশ্ন তোলেন, দিল্লির অত্যন্ত সুরক্ষিত কূটনৈতিক জোনের ভেতরে ২০-২৫ জনের একটি দল কীভাবে এত দূর চলে এল? উপদেষ্টার ভাষায়, “তার মানে তাদের আসতে দেওয়া হয়েছে। এটি কোনোভাবেই সাধারণ নিরাপত্তা ঘাটতি নয়।”
হাইকমিশনারের পরিবার ও ব্যক্তিগত নিরাপত্তা তৌহিদ হোসেন জানান, এটি কেবল কয়েকজনের স্লোগান দেওয়ার বিষয় ছিল না। হাইকমিশন চত্বরে হাইকমিশনার ও তার পরিবার বসবাস করেন। অতিরিক্ত নিরাপত্তার অভাব এবং সেখানে উপস্থিত মাত্র দুজন নিরাপত্তা কর্মীর নিস্পৃহ ভূমিকার কারণে তারা চরম আতঙ্কিত বোধ করেছেন। এমনকি হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও খবর পাওয়া গেছে, যা কূটনৈতিক শিষ্টাচারের চরম পরিপন্থী।
গণমাধ্যম ও অপপ্রচার প্রসঙ্গে বাংলাদেশি গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ভারত ‘ভুল’ হিসেবে দাবি করলেও উপদেষ্টা তার বিরোধিতা করেন। তিনি বলেন, আমাদের পত্রপত্রিকায় সঠিক রিপোর্টই এসেছে এবং ভারত যেটিকে ভুল বলছে, তা সত্য নয়।
সংখ্যালঘু ইস্যু ও অপরাধকে গুলিয়ে ফেলার প্রতিবাদ ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে ভারতের উদ্বেগের বিষয়ে তিনি বলেন, “তিনি একজন বাংলাদেশি নাগরিক। তাকে হত্যার সাথে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিকে মিলিয়ে ফেলার কোনো মানে হয় না। এটি একটি অপরাধমূলক ঘটনা এবং সরকার ইতোমধ্যে দ্রুত ব্যবস্থা নিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। এ ধরনের ঘটনা এই অঞ্চলের সব দেশেই ঘটে, তবে গুরুত্বপূর্ণ হলো রাষ্ট্র কী ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশ তার দায়িত্ব পালন করছে।”
কঠোর পদক্ষেপের ইঙ্গিত ভারতের সঙ্গে টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে দিল্লিতে বাংলাদেশের মিশন ছোট করে আনা হবে কি না, এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, “যদি তেমন পরিবেশ সৃষ্টি হয়, তবে আমরা অবশ্যই তা করব। তবে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত সরকার বিষয়টির গুরুত্ব বুঝে যথাযথ ব্যবস্থা নেবে।” ভারতীয় দূতকে তলবের বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও তিনি জানান, সরকার তার নিজস্ব কৌশলে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ