প্রিন্ট এর তারিখঃ Dec 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ 14 December 2025, 03:58 ইং
ওসমান হাদি হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিককে মোহাম্মদপুর থেকে ধরলো র্যাব

স্টাফ রিপোর্টার : ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃতের নাম আব্দুল হান্নান।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে র্যাব এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।
র্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করার পর এর মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মোটরসাইকেলটির নম্বর ছিল ৫৪-৬৩৭৫। গ্রেফতারকৃত হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার গ্রামের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে।
এই হত্যার ঘটনায় গ্রেফতারকৃত হান্নান সরাসরি জড়িত কিনা, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে র্যাব।
প্রসঙ্গত, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই হামলার ঘটনার প্রতিবাদে ঝালকাঠিসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ