প্রিন্ট এর তারিখঃ Dec 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ 14 December 2025, 03:36 ইং
রাজনৈতিক ভুল স্বীকার, রিজভীর পর দুঃখ প্রকাশ ডাকসু ভিপি কায়েমের

স্বপ্নভূমি ডেস্ক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলীর বরাতে দেওয়া বক্তব্যের জন্য তীব্র সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ-বিবৃতি দিয়েছিল ডিএমপি কমিশনার, ডাকসু ভিপি সাদিক কায়েম এবং জামায়াতে ইসলামী।
রুহুল কবীর রিজভীর এই দুঃখ প্রকাশের পরপরই, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার পরে দেওয়া নিজের ফেসবুক পোস্টের শব্দচয়ন নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশকে সাধুবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
পোস্টে তিনি লেখেন, “এআই জেনারেটেড ছবি ও ভুয়া ফটোকার্ড দ্বারা বিভ্রান্ত হয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে রুহুল কবির রিজভী ভাই রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে নতুন মাত্রা যোগ করলেন। আমি ব্যক্তিগতভাবে এই পদক্ষেপকে সম্মান ও সাধুবাদ জানাচ্ছি।”
সাদিক কায়েম মনে করেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতভেদ থাকলেও ভুয়া তথ্য, এআই জেনারেটেড ছবি কিংবা যাচাইবিহীন বক্তব্য দিয়ে কাউকে কোনো ঘটনার সাথে জড়ানো কাম্য নয়। রিজভী ভাইয়ের অবস্থান সংশোধন ও দুঃখ প্রকাশ এই জায়গায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশপন্থার রাজনীতিতে আমাদের কমন শত্রু আধিপত্যবাদী শক্তি, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার দোসররা।”
রিজভীর বক্তব্যের প্রতি ইতিবাচক মনোভাব দেখানোর পাশাপাশি সাদিক কায়েম ব্যক্তিগতভাবে একটি বিষয় স্পষ্ট করেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন:
“গতকাল (শুক্রবার) ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার পর আমি যে পোস্টটি দিয়েছিলাম, সেটিতে আমার শব্দচয়ন নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তার জন্য আমি দুঃখিত। অনেকেই গঠনমূলক সমালোচনা করেছেন এবং মূল্যবান পরামর্শ দিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
দুই নেতার এই দুঃখ প্রকাশকে রাজনৈতিক অঙ্গনে ভুল তথ্যের ভিত্তিতে তৈরি হওয়া বিতর্কের দ্রুত অবসান এবং সুস্থ রাজনৈতিক চর্চার দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ