প্রিন্ট এর তারিখঃ Dec 14, 2025 ইং || প্রকাশের তারিখঃ 14 December 2025, 04:18 ইং
যশোরে আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম আটক

নিজস্ব প্রতিবেদক :
যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেম্বার আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে কোতোয়ালি থানা পুলিশ তার নিজ এলাকায় অভিযান চালিয়ে আটক করে।
আটক আব্দুর রহিম বারীনগর বাজার এলকার মৃত কেফায়েত মিয়ার ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, স¤প্রতি যশোরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি প্রিন্টাস থেকে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির সময় দুজনকে আটক করেছিল পলিশ। মিছিলের ব্যানার বানিয়ে তারা শহরে নাশকার পরিকল্পা করেছিল। এ মামলার তদন্তে ঘটনার সাথে আব্দুর রহিমের জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। পুলিশ অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে তার গ্রামে অভিযান চালিয়ে আটক করে। গতকাল শনিবার আটক আব্দুর রহিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার এসআই অমৃত লাল দাস সাংবাদিকদের জানিয়েছেন, রহিম ও তার সহযোগীরা আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাÐে লিপ্ত ছিলেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি দেশবিরোধী কর্মকাÐে জড়িত ছিলো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ