প্রিন্ট এর তারিখঃ Dec 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ 14 December 2025, 04:18 ইং
কেশবপুরে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা

কেশবপুর প্রতিনিধি :
যশোরের কেশবপুরে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এমবি শিক্ষা কেন্দ্রের উদ্যোগে শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে ওই কুইজ প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে এমবি পাবলিক স্কুলের উদ্বোধন করা হয়েছে।
এমবি শিক্ষাকেন্দ্রের পরিচালক শিক্ষক নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু তালেব, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ হাসানুল সিরাজী, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শহিদুজ্জামান, প্রভাষক শাহজাহান হোসেন, পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি আশরাফুজ্জামান, প্রভাষক তুহিন আলম, প্রভাষক লুৎফর রহমান ও সাংবাদিক হারুনার রশীদ বুলবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আমিনুর রহমান। আলোচনার পরে অতিথিরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ ছাড়া অনুষ্ঠানে উদ্বোধনের মধ্য দিয়ে ২০২৬ শিক্ষাবর্ষে এমবি পাবলিক স্কুলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ