প্রিন্ট এর তারিখঃ Dec 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ 13 December 2025, 11:48 ইং
কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা অপূর্ব

স্বপ্নভূমি ডেস্ক:
দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব কন্যাসন্তানের বাবা হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ফেসবুকে খবরটি নিশ্চিত করেন অভিনেতা নিজেই।
নবজাতক কন্যার একটি হাত ধরে থাকা ছবি প্রকাশ করেন অপূর্ব। কন্যার নাম রাখা হয়েছে আনায়া। কন্যা এবং তার মা শাম্মা দেওয়ান দুজনেই সুস্থ আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। জানা যায়, অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।
উচ্ছ্বাস প্রকাশ করে অপূর্ব তার পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা আনন্দিত ও কৃতজ্ঞ। আমাদের কন্যার আগমনের খবর জানাতে। স্বাগতম, প্রিয় আনায়া!’
অপূর্ব আরও লেখেন, ‘আমাদের ছোট্ট রাজকন্যাকে সবসময় আপনার প্রার্থনায় রাখুন। আমাদের ওপর আপনাদের অবিরাম ভালোবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’
২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন জিয়াউল ফারুক অপূর্ব। বিয়ের চার বছর পর এই দম্পতির কোলজুড়ে কন্যাসন্তানের জন্ম হলো।
এর আগে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেন ২০১০ সালের ১৯ আগস্ট। কিন্তু তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর অপূর্ব ২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন এবং ২০২০ সালে সেই সংসারের বিচ্ছেদ ঘটে। অপূর্ব ও অদিতির ঘরে জায়ান ফারুক আয়াশ নামের এক পুত্রসন্তান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ