প্রিন্ট এর তারিখঃ Dec 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ 13 December 2025, 11:48 ইং
ওসমান হাদির উপর গুলির ঘটনায় যশোরে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, যশোর:
নির্বাচনী প্রচারনায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় যশোরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৫টায় জুলাই বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে টাউন হল ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল থেকে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া বিপ্লবী ওসমান হাদীর উপর গুলির ঘটনায় দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, যশোর এনসিপির প্রধান সমন্বয়কারী নরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাদেশ খান, শামিউল আলম, ফাহিম ফাত্তাহ, ইমরাখ খান, রাফিদ, এনসিপির সাজিদ সরওয়ার, মনির আজাদসহ প্রমূখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ