প্রিন্ট এর তারিখঃ Dec 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ 12 December 2025, 06:46 ইং
যুব-ক্রীড়ায় আসিফ নজরুল, তথ্য মন্ত্রণালয়ে রিজওয়ানা, স্থানীয় সরকারের দায়িত্বে আদিলুর

স্বপ্নভূমি ডেস্ক:
দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের পর তাদের দায়িত্বে থাকা মন্ত্রণালয়গুলো পুনর্বণ্টন করেছে সরকার। আসিফ মাহমুদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে; স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে।
উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসান তাদের পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) পদত্যাগ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এবং মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন।
নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ