প্রিন্ট এর তারিখঃ Dec 9, 2025 ইং || প্রকাশের তারিখঃ 08 December 2025, 10:59 ইং
শার্শায় বুদ্ধিজীবী,মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা

শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শায় উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর 'শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৭ ডিসেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্ব এ প্রস্তুতিমূলক সভা টি শুরু হয়।
সভায়১৪ ও ১৬ ডিসেম্বর দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, সভার সকল মতামত ও প্রস্তাব গুরুত্বসহকারে গ্রহণ করেন এবং সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নিয়াজ মাখদুম, নারী ও শিশু বিষয়ক অফিসার জাহান ই গুলশান, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম,শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক , সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন আহামেদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলার প্রশাসনের সকল কর্মকর্তা ও উপজেলা সকল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক এবং সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ