প্রিন্ট এর তারিখঃ Dec 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ 07 December 2025, 04:46 ইং
আকাশ ও শামীম হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে র্যাব-৬

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরে শহরের আকাশ ও অভয়নগরের শামীম শেখ হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে র্যাব-৬। শুক্রবার আলদা অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার জয়দেবপুর এলাকা থেকে সাইফুল ফকির ও যশোর রেলস্টেশন এলাকা থেকে আলামিনকে আটক করা হয়।

মামলায় অভিযোগে জানা গেছে, চলতি বছরের ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় অভয়নগেরর শুভরাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে বসে মোবাইলে গেম খেলছিল শামীম শেখ ও তার বন্ধুরা। এসময় সাইফুল ও তার সহযোগীরা স্কুল মাঠে এসে তাদের চোখে লাইট মারে। ‘তোরা কেডা’ প্রশ্ন করতেই আসামিরা গুলি লোড করে তাদের তাড়া দেয়। পালানোর সময় শামীমের কপালে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় শামীমকে খুলনা মেডিকেলে নেওয়ার পর ৫ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় অভয়নগর থানায় সাইফুলসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করা হয়। সাইফুল ঘটনার পর থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ যশোরের একটি দল জানতে পারে, আসামি সাইফুল ফকির গাজীপুরের জয়দেবপুর জনতা ব্যাংক সংলগ্ন এনএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এলাকায় আত্মগোপনে আছে। র্যাব-১ এর সহযোগিতায় সেখানে থেকে সাইফুল ফকিরকে আটক করা হয়।
অপরদিকে শুক্রবার রাতে র্যাব-৬ এর আরেকটি দল যশোর রেলস্টেশন সংলগ্ন রূপসা হোটেলে অভিযান চালিয়ে আকাশ হত্যা মামলার পলাকত আসামি আলামিনকে আটক করে। আলামিন শহরের রায়পাড়া তালতলা এলাকার ইসমাইল হোসেন খোকনের ছেলে। ২০১২ সালের আকাশ হত্যার পর আসমি আলামিন পলতক ছিল। মামলার পলাতক আসামি আলামিনকে আটক করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ