প্রিন্ট এর তারিখঃ Dec 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ 07 December 2025, 04:46 ইং
বিএনপির অঙ্গীকারের রাজনীতি: 'প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো বিচ্যুতি হবে না' - রুহুল কবির রিজভী

স্বপ্নভূমি ডেস্ক : বিএনপি সবসময়ই 'পলিটিক্স অব কমিটমেন্ট'-এ বিশ্বাসী বলে উল্লেখ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জোর দিয়ে বলেছেন, অতীতেও দল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি উদাহরণ তুলে ধরে বলেন, অতীতে স্বামী মারা গেলে স্ত্রী ১৫ বছর পেনশন পেতেন। কিন্তু ১৯৯০ সালে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষণা দেওয়া হয়—স্বামী মারা গেলে স্ত্রী যতদিন জীবিত থাকবেন ততদিন পেনশনের টাকা পাবেন।
রিজভী জানান, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছিলেন। তিনি বলেন, "এটা বিএনপির দীর্ঘদিনের পলিসি। আমরা আবারও ক্ষমতায় গেলে এই নীতি বাস্তবায়ন করবো।"
বিএনপির এই নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির উন্নয়ন কাজে লাগিয়ে তারেক রহমান প্রতিটি অঙ্গীকার বাস্তবে রূপ দেবেন।
রিজভী বলেন, "তার প্রতিশ্রুতিতে চুল পরিমাণ বিচ্যুতি হবে না।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, যদি বিএনপি নির্বাচন করতে চায়, তাহলে দলকে প্রস্তুতি এবং সভা-সমাবেশ করার সুযোগ দিতে হবে। তিনি মন্তব্য করেন, "না হলে নির্বাচন আকাশের তারা হয়ে থাকবে।"
তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূর থেকেও প্রযুক্তির মাধ্যমে তৃণমূলের সবার সঙ্গে যোগাযোগ রাখছেন। দেশ ও দেশের জনগণের প্রতি তার ভালোবাসা আছে বলেই তিনি যথাসময়ে দেশে ফিরে নেতৃত্ব দেবেন। রিজভীর মতে, তারেক রহমান যখন মনে করবেন, তখনই দেশে আসবেন এবং এতে কোনো বাধা হবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ