প্রিন্ট এর তারিখঃ Dec 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ 07 December 2025, 04:46 ইং
কেশবপুরে গ্রেফতার যুবদল নেতার জেলহাজতে মৃত্যু

কেশবপুর প্রতিনিধি :
যশোরের কেশবপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার বহিষ্কৃত যুবদল নেতা উজ্জল বিশ্বাস (৩৯) মারা গেছেন। শুক্রবার রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ। উজ্জল বিশ্বাস কেশবপুর পৌরসভার আলতাপোল এলাকার নাজির বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার আলতাপোল এলাকায় বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে উজ্জল বিশ্বাসকে (৩৯) গ্রেফতার করা হয়। একই রাতে পৃথক অভিযানে ভোগতী এলাকার আলমগীর হোসেন (৪০), জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৫) ও মূলগ্রামের রাসেলকে (২৩) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পিস্তল, গুলি, রামদা, চাকু, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই চারজনের বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পরে শুক্রবার সন্ধ্যায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উজ্জল বিশ্বাসসহ অন্যদেরকে জেলখানায় আনা হয়। উজ্জল বিশ্বাস তখন স্বাভাবিকভাবে নিজ পরিচিতি দেন। তখন তার শরীরে কোন দৃশ্যমান আঘাত দেখা যায়নি। পরে তিনি অসুস্থ অনুভব করলে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তিনি মারা যান। তার মরদেহ মর্গে রয়েছে।
উজ্জল বিশ্বাসের ভাই কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু বলেন, রাতে জানতে পারেন তার ভাই উজ্জল বিশ্বাস জেলহাজতে মারা গেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ কেশবপুরে আনা হবে।
কেশবপুর পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা বলেন, ২০২২ সালে কেশবপুর পৌর যুবদলের কমিটিতে উজ্জল বিশ্বাস যুগ্ম সম্পাদক পদে ছিলেন। তবে ওই কমিটি স্থগিত হয়ে যায়। ২০২৪ সালের ৫ আগস্টের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর জেলা যুবদল উজ্জল বিশ্বাসকে দল থেকে বহিষ্কার করে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রাতে উজ্জল বিশ্বাসের মৃত্যুর বিষয়টি জানতে পারি। তার বিরুদ্ধে থানায় শুক্রবার অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এর আগেও উজ্জল বিশ্বাসের নামে থানায় নয়টি মামলা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ