প্রিন্ট এর তারিখঃ Dec 7, 2025 ইং || প্রকাশের তারিখঃ 06 December 2025, 04:59 ইং
বাঘারপাড়ায় পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা

বাঘারপাড়া প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা সদরের মহিরনস্থ কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা হরিপদ রায়।
উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব প্রনয় সরকার, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা,পূজা উদযাপন পরিষদ নেতা বিনয় বিশ্বাস, অরবিন্দ সরকার, বিশ্বজিৎ বিশ্বাস, দেবব্রত দে, সঞ্চয় বিশ্বাস,পলাশ ঘোষ, অমারেশ বিশ্বাস, দিপংকর বিশ্বাস, আনন্দ কুমার, প্রভাত বিশ্বাস, বিপুল বিশ্বাস, প্রীতিশ বিশ্বাস,প্রবীর কুন্ডু,সুবীর দে প্রমুখ।
সভায় বার্ষিক আয় ব্যয় হিসাব দাখিল ও তা অনুমোদন করা হয়। এছাড়া নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
একইসাথে রাষ্ট্র বিরোধী কোন কর্মকান্ডে কেউ যেন জড়িত না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ